Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

১০ নং দিগনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদীটি  মৃত প্রায় । এ নদী থেকে বয়ে যাওয়া খাল গুলো ও একই অবস্থা । এখান কার নদী ও খাল গুলোর এমনি বেহাল  অবস্থা যে পুরা শকনা মৌসুমে ও  না যায়  পায়ে হেটে পার হওয়া, না যায় নৌকায় পার হওয়া , সুতরাং এখানে  উভয় সংকট । দিগনগর ইউনিয়ন পরিষদ কার্যালযটি দিগনগর বাজারে অবস্থিত । দিগনগর বাজারের তিন দিকে কুমার নদী অবস্থিত । দইটি  বাঁশের সাকো দিয়ে এলাকার লোক জন তাদের দৈনন্দিন  জীবনের প্রয়োজন মেটাতে ও  জীবনের ঝুকি নিয়ে দিগনগর বাজারে প্রবেশ করে ।